চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে বাবুল ওরফে ছেনি বাবুলের আস্তানায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দলইপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে আগে পালিয়ে যায় মাদক কারবারি ছেনি বাবুল।
আটকরা হলেন, ছেনি বাবুলের সহযোগী মো. সোহাগ, মো. মিল্লাদ এবং মামুন। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার ও ২টি পাইরোটেকনিকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। সন্দ্বীপ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনি একটি টিম এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে।
নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদক কারবারি ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সন্দ্বীপের বিভিন্ন স্থানে মাদক কারবারি পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে।
ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক তিন সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
টিএইচ