বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সন্দ্বীপে অস্ত্র-মাদকসহ তিনজন আটক 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে অস্ত্র-মাদকসহ তিনজন আটক 

চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে বাবুল ওরফে ছেনি বাবুলের আস্তানায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার রহমতপুর ইউনিয়নের  ৯নং ওয়ার্ড দলইপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে আগে পালিয়ে যায় মাদক কারবারি ছেনি বাবুল। 

আটকরা  হলেন, ছেনি বাবুলের সহযোগী মো. সোহাগ, মো. মিল্লাদ এবং মামুন। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার ও ২টি পাইরোটেকনিকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।  সন্দ্বীপ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত  লেফটেন্যান্ট  কমান্ডারের  নেতৃত্বে যৌথবাহিনি একটি টিম এসব  অস্ত্র ও মাদক উদ্ধার করে। 

নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মাদক কারবারি ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সন্দ্বীপের বিভিন্ন স্থানে মাদক কারবারি পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। 

ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক তিন সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ